
বিএনপির গণজোয়ার দাবি দিবাস্বপ্ন। বিএনপির আন্দোলনে ভাটা নির্বাচনেও ভাটা। জোয়ার তারা দেখেনি।‘জোয়ার তারা ইনশাল্লাহ দেখতেও পাবে না বলেছেন আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা আ.লীগ আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের।
‘জোয়ার তারা ইনশাল্লাহ দেখতে পাবে না। আ.লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, বিএনপি আর রাজনীতিতে জোয়ারের দেখা পাবে না। তারা ভাটাতেই থাকবে,’ বলেন তিনি।
আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, দুঃসময়ের কর্মীরাই হচ্ছে আ.লীগের প্রাণ। ত্যাগী কর্মীদের উপেক্ষা করলে আ.লীগ বাঁচবে না। আ.লীগ না বাঁচলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঁচবে না। আ.লীগ না বাঁচলে বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়ন বাঁচবে না, বাংলাদেশের অর্জন হবে না। তাই যে কোনো মূল্যে আ.লীগকে বাঁচাতে হবে।
‘ক্ষমতার অহংকার পতনের কারণ যেন না হয়। ক্ষমতা যেন আমাদের নেতাকর্মীদের বিনয়ী করে, অহংকারী নয়। বিনয়ী যত হবেন তত আপনি বড় হবেন। বিনয়ী হলে জনগণ আরও ভালবাসবে।’’
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের আমরা মানবিক সাহায্য করেছি। সেই মানবিক সাহায্য এখন আমাদেরকে মানবিক সংকটের দিকে ঠেলে দিয়েছে।’ভারত, চীনসহ আর্ন্তজাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানান কাদের।