
গাইবান্ধার ফুলছড়িতে উপজেলা সমাজসেবা অফিসার মনিরুজ্জামানকে স্থানীয় এক ব্যক্তি কর্তৃক লাঞ্ছিত হওয়ার ঘটনার পরদিন রাত ১০টার দিকে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান দোলন ভ্রাম্যমাণ আদালতে সরকারি কর্মচারীকে কর্তব্য পালণে বাঁধা প্রদানের নিমিত্ত আক্রমণ ও বল প্রয়োগের অপরাধে দবির হোসেন নামে ১ ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদান করেছেন।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামের মৃত লালু শেখের পুত্র দবির হোসেন তার মেয়ের প্রতিবন্ধী স্মার্ট কার্ড করার জন্য উপজেলা সমাজসেবা অফিসার মনিরুজ্জামান এর কাছ থেকে জরিপ ফরমে তার স্বাক্ষর চাইলে সমাজসেবা অফিসার নীতিমালা অনুযায়ী তার মেয়ে প্রতিবন্ধী তালিকাভুক্ত হওয়ার যোগ্য নয় বলে ফরমে স্বাক্ষর দিতে অসম্মতি জানায়। এসময় দবির হোসেনের সাথে উপজেলা সমাজসেবা অফিসারের বাক বিতন্ডার এক পর্যায়ে দবির হোসেন চড়াও হয়ে সমাজসেবা অফিসারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সমাজসেবা অফিসার বিষয়টি ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে দবির হোসেন কে ফুলছড়ি থানায় পুলিশ হেফাজতে রাখা হয়।