‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-১৮’ পাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি)৬ জন শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান।
স্বর্ণপদক ২০১৮’ এর জন্য নির্বাচিতরা হলেন- প্রকৌশন ও প্রযুক্তি অনুষদের ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সোয়াইব হাসান, বিজনেস স্টাডিজ অনুষদের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সোহানা ইয়াসমিন, বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের হাবিবা আক্তার, কলা অনুষদের ইইতহাস ও প্রত্নতত্ত বিভাগের লিমা আক্তার, সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের তানজিলা আক্তার এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সুমনা আক্তার।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ সংক্রান্ত নীতিমালার আলোকে প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। এতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ১ম স্থান অর্জনকারী ১৭২ জন কৃতী শিক্ষার্থী চূড়ান্ত তালিকায় স্থান পায়।