
প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রবেশ করানোর কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া চক্রের মূল হোতা মোঃ ফয়সাল হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
মো. ফয়সাল হোসেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার বন্নি গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই সুজন উল ইসলাম প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ডের আদেশ দেন।
জানা গেছে, গত বছরের ২৩ ডিসেম্বর গণভবনে প্রবেশ করার জন্য ঝালকাঠি থেকে সাবেক মেয়র আফজাল হোসেনের স্ত্রী শামসুন্নাহার আসেন। গণভবনের সামনে থেকে শামসুন্নাহারকে ডেকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর কথা বলে ৭ লাখ টাকা চুক্তি করে চক্রটি।
পরে গত বছরের ২৩ ডিসেম্বর ও চলতি বছরের ২ জানুয়ারি তার কাছ থেকে এক লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। ২ জানুয়ারি তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেয়ার আগে তার সব গহনা চক্রটি হাতিয়ে নেয়। পরে দেখা করে বের হলে এক লাখ টাকার বিনিময়ে আবার ফিরিয়ে দেয়।
এর আগে শুক্রবার রাতে পল্লবী থেকে চক্রের মূলহোতা ফয়সাল হোসেনকে গ্রেপ্তার করে শেরেবাংলা থানা পুলিশ।