
গাইবান্ধা জেলার কৃতি সন্তান পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা। বঙ্গবন্ধুর আর্দশের রাজপথের লড়াকু নেত্রী, ১০ ম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি।
সারাদেশ ব্যাপী বাংলাদেশ কৃষকলীগের নেত্রী ৩১ গাইবান্ধা ৩ আসনের পলাশবাড়ী সাদুল্যাপুর উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী,স্বাধীনতার চেতনায় বিশ্বাসী মানুষ ও সর্বসাধারণের প্রিয় আপা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির প্রথম নারী সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি। তিনি নিজ জন্মস্থান পলাশবাড়ী উপজেলার পাশাপাশি সাদুল্যাপুর উপজেলার মানুষের সাথে নিবির বন্ধন গড়ে তুলেছেন।
এ আসনের প্রয়াত সংসদ সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী সরকারে স্নেহধ্যে থেকে এ এলাকায় দলীয় কর্মকান্ড ও সরকারের উন্নয়ন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখে চলছেন সর্বদা।
আসনটিতে আসন্ন উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসাবে দলীয় নেতাকর্মী সহ জোটগত ঐক্যবদ্ধতা বজায়ের লক্ষ্যে এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বর্তমান সময়ে সর্বসকলের পছন্দের শীর্ষে রয়েছেন। সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা মনে করেন এ আসনটিতে প্রার্থী হিসেবে এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি সকল প্রকার বিতর্কের উর্দ্ধে থেকে নৌকার জয় নিশ্চিত করতে পারবেন।
স্থানীয় নির্বাচন বিশ্লেষকগণের মতে উপ নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী নির্বাচনে ঘটবে জয় পরাজয়ের পালা। কারণ এ আসনে উক্ত পদে গত নির্বাচনে ১২ জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। দলীয় ভেদাভেদ না থাকলে ব্যক্তি ভেদভেদ দৃশ্যমান এ থেকে পরিস্কার ধারণা পাওয়া যায় যে গ্রহনযোগ্য দলীয় ব্যক্তি ছাড়া কেউ প্রার্থী হলে এ আসনটি হারাতে পারে ক্ষমতাসীনদল।