
বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন,ঢাকা সিটি নির্বাচনে সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীরা কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করলে ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা পালিয়ে যাবে।
শনিবার রাজধানীর সবুজবাগে দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির গণসংযোগ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুস মৃধা, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মো. শরিফুল ইসলাম মোল্লা, কৃষিবিদ মিজানুর রহমান লিটু, মোহাম্মদ আলিম হোসেন, লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, মোজাম্মেল হক মিন্টু সওদাগার, কে এম রকিবুল ইসলাম বিপুল, জাহাঙ্গীর আলম, কৃষকদল নেতা ইঞ্জিনিয়ার হৃদয়, গোলাম সরোয়ার, ৭২ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী এসএম সোহরাওয়ার্দী, ৭৩ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী আব্দুল হান্নান, খিলগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী বাবু, ৭৩ নং ওয়ার্ড বিএনপির সমন্বয়কারী মো. মনিরুজ্জামান প্রমুখ ।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ভয়ভীতি দেখাবে, হামলা মামলাও করবে; সেটা আওয়ামী লীগের পক্ষ থেকেও এবং আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও হতে পারে। এসব ভয়কে কাটিয়ে আমাদেরকে রাস্তায় নামতে হবে, অতীতে যেমন মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে সেভাবে ভয়ভীতিহীন ভাবে রাস্তায় নেমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরো বলেন, সিটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন শুধু নির্বাচন নয়, গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা। এটা শুধু নির্বাচন নয়, এটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন।
ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, বর্তমান সময়ে নির্বাচন একটা হাস্যকর খেলায় রূপান্তরিত হয়েছে। এ যেন বাচ্চাদের নির্বাচন নির্বাচন খেলা। বর্তমান নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা শূন্যের কোঠায়। নির্বাচন কমিশন অতীতে যে নির্বাচনগুলো করেছে তার প্রতিটি প্রশ্নের সৃষ্টি করেছে।
দুদু বলেন, ছাত্র যুবক কৃষক ও মেহনতী মানুষ সবাই যদি রাস্তায় নেমে আসে তাহলে আমার ধারণা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীও আমাদের পক্ষে এবং আমরা বিজয় ছিনিয়ে আনতে পারব।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের নির্বাচন মানে সরকারি দলকে বিজয়ী ঘোষণা করার একটি প্রক্রিয়া। এতো বড় প্রহসন পৃথিবীর আর কোথাও হয়? তার বোধ হয় কোনো নজির নেই। মুক্তিযুদ্ধের পর এত বড় প্রহসন অন্য কোনো সরকারের আমলে দেখা যায়নি। মিথ্যাকে সত্যে রূপান্তর করা এ সরকারের সব থেকে বড় সাফল্য। এভাবে একটি দেশ চলতে পারে না। সেই কারণে মিথ্যাকে পরাজয়ে বাধ্য করতে হবে সিটি নির্বাচন। এটি সম্ভব, যদি আমরা জাতিকে ঐক্যবদ্ধ এবং রাস্তায় নামিয়ে আনতে পারি।