
আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন,আগামী ৩০ জানুয়ারি আওয়ামী লীগের গণমিছিলের মধ্যে দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত হবে।
আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যলায়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, কার্যনিবাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ উপস্থিত ছিলেন।
আমির হোসেন আমু বলেন, ১৯৭০ সালের নির্বাচনের কয়েক দিন আগে বঙ্গবন্ধুর নৌকার যে মিছিল হয়েছিল তাতে জনগণ বুঝতে পেরেছিল নির্বাচনে আওয়ামী লীগই জয় লাভ করবে। বঙ্গবন্ধুর সেই দিনকে সামনে রেখে নৌকা মার্কার প্রার্থী তাপসের বিজয়কেও সুনিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর মুজিববর্ষের আগে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রার্থী। বঙ্গবন্ধুর সেই দিনকে সামনে এনে তাপসের বিজয়কে নিশ্চিত করতে হবে।