গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ জানুয়ারী বুধবার রাতে ১০০ গ্রাম হেরোইনসহ রায়হান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রায়হান সাবগাছি হাতিয়াদহ গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি কেএম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত হেরোইনের মুল্য অনুমান ৫ লাখ টাকা। সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার পাশাপাশি গরু চুরি চক্রের সাথেও জড়িত। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে পৃর্বের আরো ১টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।