গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ফুলবাড়ি ইউনিয়নে ছোট সোহাগী গ্রামের মানবিক দুই তরুণ আপেল ও জোহার উদ্যোগ গড়ে তোলা মেহেরুননেছা বৃদ্ধাশ্রমের ১৭ জন যারা পরিবারের নিকট অবহেলিত, লাঞ্চিত ও নিগৃহীত সদস্যদের বসবাসের জন্য ২ লাখ টাকার অধিক ব্যয়ে নির্মিত ৩৩×১২ হাতের একটি টিনসেড ঘর ২৯ জানুয়ারি বুধবার বিকেলে উদ্বোধণ করা হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, লায়ন্স ক্লাব অব রংপুর এর প্রেসিডেন্ট হাসান মাহাবুব আকতার লোটন, বিশিষ্ট ব্যবসায়ী সাইদ ইকবাল ও নাজাম নাকবী টিংকু সহ মেহেরুননেছা বৃদ্ধাশ্রমের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এলাকাবাসী। এই নব নির্মিত ঘরটি নির্মানে সহায়তার হাত বাড়িয়ে দেন বিশিষ্ট ব্যবসায়ী, রংপুর উত্তরা সার্জিক্যাল ক্লিনিকের কর্ণধার, লেখক, ছড়াকার ও সাহিত্যিক জনাব রানা মাসুদ, দুবাই প্রবাসী জনাব মাহাবুবুল আলম, স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন পূরণ’ ও ওসি গোবিন্দগঞ্জ থানা জনাব একেএম মেহেদী হাসান।