
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গাইবান্ধায় তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গাইবান্ধা-২ (সদর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। গত ১০ জানুয়ারী বিকেলে হুইপ গিনি জেলা শহরের পৌরপার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ তখন থেকে দিনটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে৷
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গাইবান্ধায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অন্যান্যের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন- গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম,পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন৷ পরে আওয়ামী লীগের জেলা নেতাদের নিয়ে জেলা সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান৷ এছাড়াও এসময় আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষও শ্রদ্ধা নিবেদন করেন৷
পরে বিকাল ৫টায় রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত পুরাতন বিমান বন্দরে (জাতীয় প্যারেড গ্রাউন্ড) প্রধানমন্ত্রী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনকে সামনে রেখে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনার উদ্বোধনের পরপর সারাদেশের মতো গাইবান্ধা পৌরপার্কে স্থাপিত ক্ষণগণনার ঘড়িতে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়।এরআগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরপার্কে এসে শেষ হয়।সন্ধ্যায় সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।