
পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) গাইবান্ধার আয়োজনে শহরের স্বাধীনতা প্রাঙ্গনে আজ ১ জানুয়ারী বুধবার সকালে মাসব্যাপী শীতবস্ত্র মেলা-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রংপুর রেঞ্জ ডিআইজির সহধর্মী মধুছন্দা ভট্রাচার্য্য ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য। মেলা উদ্বোধন শেষে অতিথিরা মেলার ৮০ টি ষ্টল পরিদর্শন করেন। এর আগে উদ্বোধনের শুরুতে অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদ্য পদন্নতি প্রাপ্ত গাইবান্ধা পুলিশ এর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার আবু সায়েম প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাহাত গাওহরী, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মইনুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আসাদুজ্জামান, ডিবি ওসি মোস্তাফিজুর রহমান, সদর থানা অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার, পুনাক সভানেত্রী ইসমত আরা ইলোরা, অতিরিক্ত পুলিশ সুপার এর সহধর্মীনি আফরোজা আলী, বি সার্কেল সহধর্মীনি তানজিলা রহমান, পুলিশ হেডকোয়ার্টার সহধর্মীনি মাহমুদা খাতুন, ওসি সদর এর সহধর্মীনি সামসাদ বেগম প্রমুখ। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকতা সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।