
এবার টাইগারদের পাকিস্তানে প্রথম দফা টি-টুয়েন্টি সিরিজে লজ্জার পরাজয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গতকাল বুধবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের ডেকে সিরিজের হতাশার কথা বলেছেন তিনি।
নানা তর্ক-বিতর্কের অবসান ঘটিয়ে তিন দফা পাকিস্তান সফরের প্রথম দফা শেষ করে নিরাপদে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দফায় টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল টাইগাররা। কিন্তু তিন ম্যাচের সিরিজে নিজেদের জাত চেনাতে ভয়ংকরভাবে ব্যর্থ হয়েছে তারা। প্রথম দুই ম্যাচে লজ্জার পরাজয়ের পর তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়।
পাকিস্তান সফরে রীতিমত হতশ্রী পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করে তারা। ব্যাটিং উইকেট হওয়া সত্ত্বেও প্রথম দুই টি-টুয়েন্টিতে তেমন রান করতে পারেননি ব্যাটসম্যানরা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে প্রথমেই জানতে চাওয়া হয়, বাংলাদেশের খেলা দেখে আসলেন, খুব সহজেই হেরে গেল। কেমন লাগল? উত্তরে পাপন বলেন, ‘অনেকদিন পর বাংলাদেশের খেলা দেখে মনে হয়েছে এটা তাদের খেলা না। আমার কাছে মনে হয়নি বাংলাদেশ খেলছিল, বিশেষ করে টি-টুয়েন্টিতে। এই ফরম্যাটে সাধারণত যেভাবে খেলি এটা সম্পূর্ণ উল্টো মনে হয়েছে আমার, তাদের মাঝে সেরকম কোনো লক্ষণ দেখা যায়নি। বিগত বছরগুলোতে এমনটি আগে কখনো দেখেনি। ৯০’র ঘরে গিয়ে বিনা উইকেটে থেকেও আমরা রান করতে পারছি না। ১২-১৪ ওভার যাওয়ার পরও আমরা ডিফেন্সিভ খেলছি, এটা নতুন এক অভিজ্ঞতা।’
রান তাড়া করতে দক্ষ হওয়ার পরও বাংলাদেশের প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত সহজভাবে নিচ্ছেন না পাপন। তিনি বলেন, ‘আমি এই সফরে গিয়ে বুঝতে পারিনি সিদ্ধান্ত কে নিচ্ছে। আমি তো কোচের সঙ্গে বসিনি। আমি বসেছি রিয়াদ এবং তামিমের সঙ্গে। আমি প্রথম ম্যাচের পরে জিজ্ঞেস করলাম যে টস জিতে ব্যাটিং কেন নিয়েছিল, ওরা বলল ব্যাটিং উইকেট।’
বিসিবি সভাপতির মতে অত্যধিক রক্ষণাত্মক খেলার কারণেই দুই ম্যাচে আশানুরূপ রান পায়নি বাংলাদেশ। তার ভাষ্যমতে, ‘প্রথম ম্যাচে হয়তো রানটা ঠিকমতো হয়নি। দ্বিতীয় ম্যাচেও দেখলাম নিল এবং রান তো হলোই না, খেলা দেখে অত্যধিক রক্ষণাত্মক মনে হয়েছে আমার কাছে।’ শুধু তাই নয়, ব্যাটিং অর্ডারে অসামঞ্জস্যতাও ছিল চোখে পড়ার মতো। সৌম্য, মাহমুদউল্লাহ এবং লিটনদের মতো ব্যাটসম্যানদের নিচে নামানোর সমালোচনা করেন নাজমুল হাসান।এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা ব্যাটিং অর্ডার আমার কাছে আশ্চর্য মনে হয়েছে যেটার কোনো যুক্তি খুঁজে পাইনি আমি। সৌম্য, রিয়াদ, লিটনের মতো ব্যাটসম্যান ওরা এত পরে এসে দুই তিন ওভার বাকি থাকতে করবেটা কী? জানি না। এটা আমার কাছে মনে হয়েছে এবং আমি ওদের জিজ্ঞেস করেছি। ওদের সঙ্গে কথা যা বলার বলেছি।’