
মানুষ হয়ে মানুষ হত্যা অমানুষের কাজ আর কতকাল অপরাধ করবে মানুষ নামের নরপশুরা। আর কতদিন শান্তি প্রিয় গাইবান্ধা জেলাকে উত্তপ্ত করবে গুটি কয়েক অপরাধী। আমাদের শান্তি শৃংখলা আমাদের কেই রক্ষা করতে হবে। এ জন্য সকলের মাঝে আইনের প্রতিপূর্ন শ্রদ্ধাবোধ বাড়াতে হবে। আমি এ গোষ্ঠী মানি ও গোষ্ঠী মানি না ভালো কথা তবে দেশে বসবাস করতে হলে দেশের আইন কে অবশ্যই মানতে হবে।
আবারো বছরের শেষ দিনে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে নিজ বসতবাড়িতে ঢুকে স্ত্রীকে বেঁধে রেখে উত্তম কুমার (৩২) নামে এক রাজমিস্ত্রীকে গলা কেটে হত্যার খবরে ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ৩১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তাঁতীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত উত্তম কুমার ওই এলাকার নিবারণ দেবনাথের ছেলে। সে রাজমিস্ত্রী পেশায় যুক্তছিলো।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় একদল দূর্বৃত্ত বাড়িতে ঢুকে উত্তম কুমারকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এসময় তাঁর স্ত্রী ললিতা রাণীর হাত ও মুখ বেঁধে রাখে দূর্বৃত্তরা। পরে বাঁধন খুলে তাঁর স্ত্রীর চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটেঁ এসে উত্তমের গলাকাটা লাশ দেখতে পায়। পরে স্ত্রী ললিতা রাণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে । তবে কি কারণে হত্যাকান্ড ঘটেছে তা জানা যায়নি।
উল্লেখ্য,এর আগে প্রয়াত সংসদ মঞ্জুরুল ইসলাম লিটন কে নিজবাড়ীতে গত ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সাবেক এমপি ড.কর্নেল অবঃ গোলাম কাদেরর পরিকল্পনায় হত্যা করে একদল ঘাতক যাদের অল্প সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করে বিচার সম্পন্ন হয়েছে। এ বিচার দ্রুত সময়ে সফল করতে পুলিশে ভুমিকা সর্বোচ্চতম। তবে এ হত্যাকান্ড কে ঘিরে অনেক নিরঅপরাধী কে হয়রানি করা হয়েছিলো নেওয়া হয়েছিলো রিমান্ডে ।