
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের আবরার ফাহাদ হত্যা মামলায় পলাতক চার আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার সকালে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম আবরার হত্যা মামলায় আদেশ জারি করেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ১৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
পলাতক আসামিরা হলেন- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম, মোর্শেদ অমত্য ইসলাম ও মোস্তবা রাফিদ। এরমধ্যে প্রথম তিনজন এজাহারভুক্ত আসামি।
এর আগে ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। ২৫ জনের মধ্যে এজাহারে নাম রয়েছে ১৯ জনের।
এছাড়া তদন্তে প্রাপ্ত এজাহারের বাইরে রয়েছেন ছয়জন। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৬ জন ও এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার হয়েছে। মামলায় আট আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এর আগে আসামিদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আসামিদের কোনো ব্যক্তিগত সম্পত্তি না থাকায় তা ক্রোক করা যায়নি।