
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, দুনিয়ার অনেক দেশেই ধর্ষক ও নারী নির্যাতনকারীদের অপরাধীদের তাৎক্ষণিক বিচার করে শাস্তি দেয়া হয়েছে। অনেক সময় চলে গেছে, আর ধৈর্য্য ধরার সময় নেই। এই সকল অপরাধীদের কঠোর ভাবে দমন করতে হবে।
আজ বৃহষ্পতিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মুহাম্মদ আকরম খাঁ হলে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম প্রমুখ বক্তব্য রাখেন।
নাসিম বলেন, বর্তমানে দেশে নারী ও শিশু নির্যাতন বেড়ে গেছে। দেখতে হবে কেন এটা বেড়ে গেল? এর জন্য কারো কোন ধরনের গাফিলতি আছে কিনা। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রয়োজনে আমাদের কঠোর হতে হবে। কিছু কিছু মানুষের অপকর্মের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল অর্জন ম্লান হয়ে যেতে পারে না।
তিনি আরো বলেন, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো ধর্ষক ও নারী নির্যাতনকারিদের তাৎক্ষণিক বিচার করে শাস্তি দিতে হবে। সংসদ শুরু হয়েছে প্রয়োজনে আপনারা সংসদে এই বিষয়ে কথা বলুন। ধর্ষকদেরকে এমন শাস্তি দিতে হবে যাতে কেউ আর এমন অপরাধ করার সাহস না পায়।