
অনলাইন পত্রিকার নিবন্ধনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যে কয়টি অনলাইনের তদন্ত প্রতিবেদন সম্পন্ন হয়েছে সেগুলো তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর জন্য বলেছিলাম। তারা ২০০ অনলাইনের প্রতিবেদন আজ পাঠিয়ে দেবে। এগুলো দ্রুতই নিবন্ধনভুক্ত হবে।
আজ দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা জানান।
এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে কথা বলেন। এরপরই পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলামকে আজকের মধ্যেই যেসব অনলাইনের তদন্ত শেষ হয়েছে তার রিপোর্ট তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, তদন্ত সম্পন্ন হওয়া পত্রিকাগুলোর নিবন্ধন আগামী সপ্তাহ থেকে দেয়া শুরু করবে মন্ত্রণালয়।
আগে কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অনলাইন পত্রিকার নিবন্ধন নিয়ে জানান, আগামী সপ্তাহ থেকেই অনলাইন পত্রিকাগুলোর নিবন্ধন দেওয়া শুরু হবে।
অনলাইন পত্রিকাগুলোর নিবন্ধনের জন্য মন্ত্রণালয়ে ৩ হাজার ৫১৭টি আবেদন জমা পড়ে। সেগুলোর মধ্যে ২০০ পত্রিকার তদন্ত শেষ হয়েছে। বাকিগুলো পর্যাক্রমে তদন্ত হবে বলে জানা যায়।