
অবশেষে পুরান ঢাকার ওয়াইজঘাটে মুন সিনেমা হলের মালিক মাকসুদুল আলমকে ৯৯ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৭৪ টাকা ২৭ পয়সা বুঝিয়ে দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জমির মালিক মাকসুদুল আলমকে এ চেক হস্তান্তর করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মুন সিনেমা হলের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন।
আদালত একইসঙ্গে এই জায়গা আগামীকাল (বুধবারের) মধ্যে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের অনুকূলে রেজিস্ট্রি করে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৫ জানুয়ারির মধ্যে আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।
এর আগে, ২০১৮ সালের ১০ ডিসেম্বর পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকার আলোচিত মুন সিনেমা হলের মালিককে প্রায় ১০০ কোটি টাকা পরিশোধের জন্য ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেন আপিল বিভাগ। এ সময়ের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়কে টাকা পরিশোধের নির্দেশ দেন।