
গাইবান্ধায় জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহকারে ১জন সরকারী কর্মচারীসহ মোট ৪ জন কে আটক করে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ ৪ ডিসেম্বর সকালে সুন্দরগঞ্জ উপজেলার পাচপীর বাজারের ব্যাংক রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত হলো চন্ডীপুর ইউনিয়নের আলতাফ হোসেনের ছেলে ১. রায়হান মিয়া, মকুল মিয়ার ছেলে ২. সুমন মিয়া, খোরশেদ আলীর ছেলে ৩. ইমাম হোসেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে ৪.মোজাহিদ মোহাম্মদ দারুল।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মোস্তাফিজুর রহমান জানান- আটককৃতরা দীর্ঘ দিন থেকে ইয়াবা কারবারের সাথে জড়িত থাকার সত্যতা পাওয়া গিয়েছে।এঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।