
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা ভেকির মোড়ে অটোবাইকের চাপায় পিষ্ট হয়ে পশ্চিম রাজিবপুর গ্রামের মৃত আমিনুল ডিপিওর নাতি ও আলাউলের ছেলে লাবিব (৫) মারা গেছে। ২১ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় এ দূর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরনে জানা যায়, লাবিব আজ সকালে নানার বাড়ি ভেকির মোরে যায়। সেখান থেকে লাবিব তার নানীর সাথে দোকানে বিস্কুট কেনার জন্য যাচ্ছিল, এসময় মাটিভর্তি কাকড়া লক্ষিপুরের ভাটায় যাওয়ার সময় শিশুটিকে ধাক্কা দিলে লাবিব রাস্তায় পরে যায় এবং বিপরীত দিক থেকে আসা অটোবাইকের চাপায় শিশু লাবিব ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী অটোবাইকটিকে আটক করলেও ঘাতক কাকড়া গাড়ির সন্ধ্যান পায়নি। এঘটনায় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহিল জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে গেছেন।