
সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন (সার্ক) এর ৩৫তম চার্টার্ড ডে উপলক্ষে সেমিনার আয়োজন করে সার্কভুক্ত দেশসমূহের আঞ্চলিক মান প্রতিষ্ঠান বিষয়ক বিশেষায়িত প্রতিষ্ঠান সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল স্ট্যার্ন্ডার্ডস অর্গানাইজেশন (সার্সো)।আজ রাজধানীর তেজগাঁওস্থ সার্সো কার্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সার্সোর মহাপরিচালক দেভেন্দ্র, অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসটিআই মহাপরিচালক মোঃ মুয়াজ্জেম হোসাইন, সার্কের পরিচালক (ইটিএফ) চঞ্চল চন্দ্র সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ইসরাত আরা। অনুষ্ঠানে বিএসটিআই মহাপরিচালক ব্যবসা-বাণিজ্য প্রসারে আন্তর্জাতিক এবং আঞ্চলিক মান গৃহীতকরণের উপর গুরুত্বারোপ করেন।