
শ্রদ্ধা ও হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হলেন গাইবান্ধা-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য পলাশবাড়ী- সাদুল্যপুরের উন্নায়নের রুপকার জননেতা মরহুম ডাঃ মোঃ ইউনুস আলী সরকার এম পি। তাহার নামাজে জানাযা আজ ২৯ ডিসেম্বর রবিবার বাদ আছর গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের বাবা মায়ের কবর পাশে শায়িত করা হয়েছে।
মরহুমের জানাযায় জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম,জেলার সবকয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার নবীনেওয়াজ, পলাশবাড়ী নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, সাদুল্যাপুর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা,পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান,গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন,সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ,জাতীয় শ্রমিকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, জাতীয়পার্টি, বিএনপির নেতৃবৃন্দ, বন্ধু বান্ধব রাজনৈতিক সহযোদ্ধা আত্মীয় স্বজন ও সকল ধর্মপ্রান মুসলমানগণ শরিক হয়েছেন।
মরহুমের জানাযার নামাজ পড়ান ও কবরস্থ করার পর দোয়া পরিচালনা করেন আলহাজ্ব নুরুল ইসলাম।