ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন নিজের ফেসবুক টাইমলাইনে আলোচিত-সমালোচিত বক্তা মিজানুর রহমান আজহারী ও আমির হামজার ওয়াজের পৃথক দু’টি ভিডিও শেয়ার করেছেন।ফেসবুক শেয়ার করা আজহারীর ওয়াজের ক্যাপসনে তসলিমা নাসরিন লিখেন, আমি নাকি রাতের অন্ধকারে ‘বোরখা’ পরে দেশ থেকে বেরিয়েছি। ওরা রাতের অন্ধকারে বোরখার ভেতরের মানুষকে দেখে কিভাবে?নবী ও তো রাতের অন্ধকারে দেশ ছেড়েছিলেন। আমাকে এরা নবী বলে ডাকলেই তো পারে! এনিওয়ে , আমি কোনওদিনও বোরখা পরিনি।এছাড়া আমির হামজার ওয়াজের ক্যাপসনে তসলিমা নাসরিন লিখেন, এই ওয়াজবাজগুলো ট্যালেন্টেড। যেমন অভিনয়, তেমন গানের গলা। গ্রামে গ্রামে আগে যেমন যাত্রা পালা কবিগান হতো, ওরকম এখনো হলে এরা করে খেতে পারতো। কিছু নেই বলে ধর্মের নামে লোক ঠকানো ব্যবসা ধরেছে।