
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব দরজা বন্ধ করে দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না। স্বৈরতন্ত্র কায়েম করে দেশ চালানো যাবে না, জনগণ তা মেনে নেবে না।
মঙ্গলবার মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় মানবাধিকার দিবসে শোভাযাত্রা করতে না দেয়ার প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, বিএনপি সংঘাতে জড়াতে চায় না, তাই পুলিশি বাধা উপেক্ষা করে শোভাযাত্রা বের করা হয়নি।
মির্জা ফখরুল বলেন, দেশে প্রতি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। ক্ষমতায় টিকে থাকতে সব রকমের মানবাধিকার লঙ্ঘন করছে সরকার।
তিনি অভিযোগ করেন, বিএনপি অফিসের সামনে পুলিশ যুদ্ধাবস্থা তৈরি করে রেখেছে। রাজনৈতিক ভিন্নমতের কারণে ৩৫ লাখের বেশি মামলা আর হাজারেরও বেশি নেতাকর্মীকে গুম করেছে এই সরকার।
বিএনপি’র মহাসচিব বলেন, ভিন্নমত পোষণ করলেই অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। এ সরকারের আমলে যত নির্যাতন হয়েছে, আর কোনো সরকারের আমলে তা হয়নি। শুধু ক্ষমতায় থাকার জন্য নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে সামাজিক অস্থিরতা তৈরি করা হয়েছে।