
সাদুল্যাপুর শহরের যানজট নিরসন না হওয়া পর্যন্ত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা বর্জনের ঘোষনা দিয়েছেন সাদুল্লাপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্য প্রেসক্লাবের সভাপতি এই ঘোষনা দেন।
সভায় সাদুল্যাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা বলেন, দীর্ঘদিন থেকে সাদুল্যাপুর উপজেলা শহরের যানজট নিরসণের পদক্ষেপ নেওয়ার জন্য এই আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রেসক্লাবের প্রতিনিধিগন কথা বলে আসছেন। সেই প্রেক্ষিতে সাবেক উপজেলা নির্বাহি কর্মকর্তা রহিমা খাতুন ও বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নবী নেওয়াজ দুই দুই বার পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে সংশ্লিষ্ট প্রশাসনের ধারাবাহিক পর্যবেক্ষন না থাকায় তা ভেস্তে যায়। তিনি আরও বলেন, বিষয়টির একটি স্থায়ী সমাধানের জন্য অতি জরুরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। কারণ ইতিমধ্যে এই যানজটের ফলে উপজেলা শহরে দুর্ঘটনায় দুইজন নিহত ও অসংখ্য মানুষ শরীরের একাধিক অঙ্গ হারিয়েছেন।
সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্য উপজেলা নাগরিক কমিটির সভাপতি এবিএম হান্নান পিন্টু, সাদুল্লাপুর সরকারী কলেজের প্রতিনিধি প্রভাষক মাহমুদুল হক মিলন ও সাদুল্লাপুর কেএম পাইলট সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিনিধি মোস্তাফিজার রহমান ফারুক সমর্থন জানিয়ে এই সমস্যার আশু সমাধানের পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান।
প্রেসক্লাবের সভাপতি বলেন, যতদিন পর্যন্ত সাদুল্যাপুরের যানজটের কোন সামাধান হবে না। ততদিন এই কমিটির সভায় প্রেসক্লাবের প্রতিনিধিগন অংশ নিবেন না।
প্রসঙ্গত. উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নবী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, ভাইস চেয়ারম্যান দিদারুর ইসলাম মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলার ১১ ইউপি চেয়ারম্যান, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি প্রমূখ।