
রাজধানীর লালবাগে অস্ত্র-গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানা পুলিশ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শহিদুল ইসলাম শহিদ ওরফে ফোটা শহিদ ওরফে লবন শহিদ (৫৫) ও মোঃ রফিক (৪৬)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা লালবাগ থানার একটি মামলার এজাহারনামীয় আসামী।
লালবাগ থানার অফিসার ইনচার্জ কে. এম. আশরাফ উদ্দিন জানান, ১৫ ডিসেম্বর লালবাগ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।সূত্র- ডিএমপি নিউজ।