
সুপ্রিম কোর্ট এলাকার আশপাশে তিন মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৯ নেতা আগাম জামিন পেয়েছেন।
এরআগে আজ রোববার সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২১ নেতা আগাম জামিন চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন।
গত বুধবার বিকেলে ঢাকার সুপ্রিম কোর্ট এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩৫ জনকে আসামি করা হয়।
ফখরুলদের পক্ষে আজ জামিন শুনানিতে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন।