
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই কর্মসূচি পালন করা হবে।
আজ রোববার বিকেল ৪ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে দলের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, আজ রোববার সারাদেশে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা মহানগর, সিরাজগঞ্জে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও আ.লীগের হামলায় অনেকে আহত হয়েছে।