ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ রোববার সারা দেশে ব্র্যাকের সব অফিস বন্ধ থাকবে।
গতকাল শনিবার (২১ ডিসেম্বর) ব্র্যাক থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্যার ফজলে হাসান আবেদের মরদেহ আজ রবিবার সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামেই জানাজা শেষ হয়। এরপর বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।গত ২৮ নভেম্বর দেশেরই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত অবস্থায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন।