
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্তমুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ মিছিলে বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাদুল্যাপুর থানা বিএনপির সভাপতি শামছুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাই, সুন্দরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান সবুজ, ফুলছড়ি থানা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নু, সুন্দরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, সহ মানবাধিকার সম্পাদক মাসুদ রানা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুবকর সিদ্দিক স্বপন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদুন্নবী তিমু, সাধারণ সম্পাদক শাহজালাল সরকার, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুবার রহমান প্রমুখ।
বক্তারা ,বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, এখন থেকে এই সরকারের কাছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাওয়া হবে না। আইনের মাধ্যমে লড়াই করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করা হবে।