
বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতারণা মামলায় শুক্রবার বিকেলে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাইদুল পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তিনি নগরীর কলেজ রোড এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে।
কোতোয়ালি মডেল থানার এএসআই বিধান জানান, দীর্ঘ চার মাস পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে নথুল্লাবাদ এলাকা থেকে সাইদুলকে গ্রেপ্তার করা হয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ব্যাংক কর্মকর্তা সাইদুল ও তার স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে জমি-সংক্রান্ত প্রতারণা মামলা ছিল। এ ঘটনায় চার মাস আগে অ্যাডভোকেট জলিল প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেছিলেন। মামলায় বিচারক সাইদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সূত্র- সমকাল।