
দেশের ক্রিড়াঅঙ্গনে এত দিনের চলা গুঞ্জনটা এবার সত্যি হতে চলছে। আগামী বছরে আসন্ন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকায় পা রাখবেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। সবকিছু ঠিকঠাক থাকলে প্রথমবারের মতো ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
আজ মঙ্গলবার ম্যারাডোনার ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আসছেন তিনি।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসছেন ম্যারাডোনা।’
ঢাকায় তিনি ফুটবলের বিভিন্ন কার্যক্রমেও অংশ নিবেন। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ তার আসার খবরটি নিশ্চিত করতে পারলেও বিস্তারিত কিছু বলতে পারেননি, ‘ডিয়েগো ম্যারাডোনা আসছেন, এটা নিশ্চিত। তবে কখন আসবেন, এসে কী কী করবেন। তা এখনও ঠিক হয়নি।’