
আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বাংলাদেশ পুলিশ মানবিক হয়ে জনগণের জন্য কাজ করবে।
আজ সকাল ১০টায় তেজগাঁও থানা কমপ্লেক্সে ডরমিটরি উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ সময় র্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, পুলিশের স্থাপনাগুলো ঊর্ধ্বমূখী সম্প্রসারণ করা অত্যন্ত জরুরী। পুলিশের সকল স্থাপনা ঊর্ধ্বমূখী সম্প্রসারণের জন্য দ্রুত পরিকল্পনা প্রনয়নে জোর দিতে হবে। সকল বিভাগীয় শহর ও জেলা শহরে এমন ডরমেটরি বানানোর উদ্যোগ নিতে হবে। ১০১টি থানা পুনঃনির্মাণ প্রকল্প নেয়া হয়েছিল এটি প্রায় শেষ পর্যায়ে। বাকী থানাগুলোও পর্যায়ক্রমে পুনঃনির্মান করা হবে। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সদয় রয়েছেন। বাংলাদেশ পুলিশ মানবিক হয়ে জনগণের জন্য কাজ করবে এমন প্রত্যাশা করি।
বাংলাদেশ পুলিশের ইতিহাসে এটি নতুন সংযোজন উল্লেখ করে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, বিসিএস পুলিশ অফিসার্সদের থাকার জন্য অফিসার্স মেস ব্যবহার করা হয়। কিন্তু পুলিশের বড় একটি অংশ কনস্টেবল থেকে ইন্সপেক্টরগণ সাক্ষ্য দেওয়া বা অন্যকোন সরকারি কাজে ঢাকা শহরে আসলে তাদের স্বল্পকালীন থাকার জন্য কোন ডরমেটরি ছিল না। এই ডরমেটরি নির্মাণ হওয়ায় এখন এই সমস্যা অনেকাংশে কমে যাবে। ১০ তলা ভীতের উপর বর্তমান ৪ তলা ভবন নির্মাণ করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ ডরমেটরি নির্মাণ সম্পর্কিত তথ্য থেকে জানা যায়, ১০ তলা ভীতের উপর প্রথম পর্যায়ে ৪ তলা আধুনিক সুবিধা সম্বলিত ভবন নির্মাণ করা হয়েছে। ডরমিটরিতে রয়েছে পার্কি সুবিধা, প্রতি তলায় সিঙ্গেল বেডের ৮টি রুম ও ডাবল বেডের ৮টি করে রুম রয়েছে। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি কাজে ঢাকায় আগত কনস্টেবল থেকে ইন্সেপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার স্বল্পকালীন সময়ের জন্য নামমাত্র অনপেমেন্টে থাকতে পারবেন। সূত্র- ডিএমপি নিউজ।