1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মের নামে নৃশংসতা: মানবতা ও ইসলামের চরম অবমাননা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ গোবিন্দগঞ্জে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দো’আ ও মোনাজাত তারাগঞ্জে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ হাদী হত্যার বিচার দাবিতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ইন্তেকাল করেছেন শরিফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন তারেক রহমান ওসমান হাদির মৃত্যুতে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণ নুরানী তা’লীমুল কুরআন বোর্ড খুলনা বাংলাদেশ-এর পলাশবাড়ী কার্যালয় ও দারুল কুরআন মাদ্রাসার শুভ উদ্বোধন গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

পীরগঞ্জের ভেন্ডাবাড়ী টু বড়দরগাহ্ রাস্তার কাজে কর্পেটিংয়েও দুর্নীতি ও অনিয়ম

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ২৮ বার পড়া হয়েছে

 

মো: মোস্তফা মিয়া,পীরগঞ্জ,(রংপুর) থেকেঃ

পীরগঞ্জের ভেন্ডাবাড়ী হতে বড়দরগাহ্ পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তার কাজে শুরু থেকে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের আশ্রয় গ্রহন করা হয়েছে। কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে, যেন দেখার কেউ নেই। শেষ মুহুর্তে কার্পেটিংয়েও হচ্ছে দায়সারা গোছের কাজ।
সংশ্লিষ্ঠ সূত্রে জানাযায়, উক্ত ১১ কিঃমিঃ রাস্তাটি বর্ধিত করন, পুনরায় কার্পেটিং এবং রাস্তার দু-পার্শ্বের বক্সার বাধাই ও ৪টি ব্রিজ নির্মানে, এলজিডির অর্থায়নে প্রায় ৮ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। উক্ত রাস্তার কাজটি রংপুরের ঠিকাদরী প্রতিষ্ঠান, মেসার্স খায়রুল ইসলাম রানা পেয়েছে। উক্ত প্রতিষ্ঠান বছরের শুরুতেই বড়দরগাহ্ হতে ১ কিঃমিঃ এর মধ্যে ৩টি ব্রিজ ভেঙ্গে নতুন ব্রিজের কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের মধ্যে দিয়ে কাজ শুরু করেন বলে জানান, ৩ নং বড়দরগাহ্ ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক। তিনি জানান, “নিয়ম আছে কোন রাস্তার ব্রিজ ভেঙ্গে সংস্কার করা হলে, ব্রিজের পার্শ্ব দিয়ে জন-সাধারন ও যান-বাহন চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরী করে দিতে হবে। কিন্তু উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান তা না করে, নামমাত্র অপ্রশস্ত একটি রাস্তা করেছিলেন। যাদিয়ে কোন রকমে মটর সাইকেল ও বাইসাইকেল পারাপার হতো। বাস-ট্রাক তো দুরের কথা, ভ্যান-রিক্সা বা অটোরিক্সা পার হতে পারতো না। ফলে দীঘর্ দ-ুমাস যাবত এ গুরত্বপুর্ন রাস্তাটি দিয়ে কোন ভারী যান চলাচল করতে পারেনি। ফলে এ অঞ্চলের প্রায় ৩ লক্ষ মানুষকে, ভেন্ডাবাড়ী হতে বড়দরগাহ্ পর্যন্ত ১১ কিঃমিঃ রাস্তার জন্য ৩০ থেকে ৫০ কিঃমিঃ রাস্তা ঘুরে, ঘুরে, উপজেলা সদর থেকে রংপুর জেলা সদরে পৌছাতে হয়েছে। ব্রিজের কাজ শেষ হওয়ার পর রাস্তার দুপার্শ্বের বক্্রার ৩ফিট করে মোট ৬ফিট রাস্তা বর্ধিত করনের কাজ শুরু করে। নিয়ম আছে রাস্তা বর্ধিত করন কাজে প্রথমে রাস্তার দু-পার্শ্বে ৩ ফিঠ ছওড়া ও ৪ফিট গভীর করে বালি দিয়ে রোলার করতে হবে। ঠিকাদারী প্রতিষ্ঠানটি তা না করে, এক সঙ্গে দু-পার্শ্বে খনন করে বালুও খোয়াদিয়ে ভরাট না করে, ধীরগতিতে প্রায় আরও ২মাস ফেলে রাখা হয়। ফলে প্রতিনিয়ত বাস-ট্রাক, ভ্যান-রিক্্রাকে সাইট দিতে গিয়ে বর্ধিত করন কাজের গর্তে পড়ে অসংখ্য ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশী ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের নিয়ম থাকলেও ১১ কিঃমিঃ এর কোথাও কোন সাইনবোর্ড খুজে পাওয়া যায়নি। অপরদিকে অত্যান্ত নিম্নমানের ইটের বে-সাইজের খোয়া বর্ধিত করন কাজে ব্যবহার করা হয়েছে। এব্যাপারে গত মার্চ/১৯ ইং সনের ১ম সপ্তাহে “দৈনিক প্রতিদিনের বার্তা ”সহ একধিক স্থানীয় পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিতও হয়েছিল। ঐ সময় উপজেলা প্রকৌশলি মজিবর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার টি,এম,এ মনিন এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তারা বলেছিলেন, গত জুন ক্লোজিং এর পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। কিন্তু দুঃখের বিষয় অজ্ঞাত কারনে অদ্যাবধি কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। আর এ সুযোগে ঠিকাদারী প্রতিষ্ঠান বীরদর্পে অত্যান্ত নিম্নমানের খোয়া দিয়ে বর্ধিত করন কাজটি ইচ্ছামত সেরে ফেলে, মুল রাস্তার খোয়াবালুর কাজ প্রায় শেষ করেছে। আর কয়েকদিন পরেই ডিসেম্বর/১৯ ইং ক্লোজিং, এ ক্লোজিং এ বিল করার জন্য তরিঘড়ি করে দায় সারা এ কাজ করা হয়েছে বলে জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক রাস্তার কাজে নিয়েজিত কয়েকজন লেবার ও কর্মচারী। অথচ গত শনিবার সরেজমিনে উক্ত রাস্তাটি দেখতে গিয়ে দেখাযায়, ভেন্ডাবাড়ী হতে বড়দরগাহ্ পর্যন্ত ১১ কিঃমিঃ পুরো রাস্তায় নিম্নমানের খোয়া দিয়ে কাজ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি রাস্তাটি রোলারও সঠিকভাবে করা হয়নি, পুরো রাস্তায় ১৫ থেকে ২০ হাত পর পর ৪ ইঞ্চি হতে ৬ ইঞ্চি উচুনিচু। এ কারনে গত বর্ষায় পুরো রাস্তার উচুনিচু ও অসমান স্থানে পানি আটকিয়ে ছিল বলে জানান, অনেকেই। এ মতাবস্থায় রাস্তাটি কার্পেটিং করা হলে, রাস্তাটির দেবে যাওয়াসহ স্থায়িত্ত ৬ মাসও টিকবেনা বলে অভিমত পোষন করেছে এলাকাবাসী। নিম্নমানের কাজ হওয়ায় গত সপ্তাহে ভেন্ডাবাড়ী হতে মিলকি পর্যন্ত রাস্তার কাজ বন্ধ করে দিয়ে উপজেলা প্রকৌশলি এবং উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ দিলেও কেহ আসেননি বলে জানান, ভেন্ডাবাড়ীর ফুলকুমার চন্দ্র, বুদারাম, মোকাররম হোসেন, রাজুমিয়া, সদেকুল ইসলাম, তাহাজুল, বাবলু এবং মিলকি গ্রামের নুরইসলাম, সবুর খান, মজনুমিয়া, ছালাম কাজী প্রমুখ। রাস্তার কাজ এক সপ্তাহ বন্ধ থাকার পরে আবারও একই নিয়মে বীরদর্পে কাজ শরু করে উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান। পরে আবারো কাজে বাধা দিতে গেলে, ঠিকাদারের লোকজন চাঁদাবাজীর মামলার ভয়দেখিয়ে তাদের পিছিয়ে দেন বলেও জানান এলাকাবাসী। এব্যাপারে ঠিকাদার খায়রুল ইসলাম রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি ব্যস্থতা দেখিয়ে সংযোগ কেটে দেন। পাশাপাশি উপজেলা প্রকৌশলি নুরল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সবে নতুন যোগদান করেছি, বেশীকিছু বলতে পারবো না । অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিন এর সঙ্গে আবারো যোগাযোগ করা হলে তিনি জানান যে, “ আমি বিষয়টি পুর্বে কর্মরত উপজেলা প্রকৗশলি মজিবর রহমান সাহেব কে খতিয়ে দেখার জন্য দায়িত্ব দিয়েছিলাম, আমার জানামতে সমস্যা থাকার কথা নয়, আবারও বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছিলেন।” অপরদিকে গত এক সপ্তাহ ধরে চলছে এই অব্যবস্থাপনায় কর্পেটিংয়ের কাজ। কিন্তু দুঃখের বিষয় ২৪ ও২৫ ডিসেম্বর সরেজমিনে গিয়ে উক্তকাজে নিয়োজিত কোন সরকারি কর্মকর্তা বা এস,ও অথবা উপজেলা প্রকৌশলী কাউকে খুজে পাওয়া যায়নি। এ সুযোগে ঠিকাদারের লোকজন কার্পেটিং ৪০ মিলি হওয়ার কথা থাকলেও কোথাও কোথাও ২৫থেকে ৩০ মিলি করে কার্পেটিং করা হচ্ছে বলে অনেকের অভিযোগ রয়েছে। অনেকে মন্তব্য করছেন, সরকারী মাল দরিয়ামে ঢাল । এ ব্যাপারে মুঠোফোনে আবারো উপজেলা প্রকৌশলি নুরল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের এস,ও সাহেব বিষয়টি দেখছেন, যদি এরকমই হয়ে থাকে কাল অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে এলাকাবাসী এ রাস্তার কাজটি বড় ধরনের পুকুর চুরি উল্লেখ করে সংশ্লিষ্ঠ উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft