
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ রবিবার দুপুরে তিনি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন।
এর আগে রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পান তিনি। ডিএসসিসির বর্তমান মেয়র সাইদ খোকনকে বাদ দিয়ে তাকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
শেখ ফজলে নূর তাপস ঢাকা দশ আসনের সংসদ সদস্য। আইন অনুযায়ী, নির্বাচিত কোনো প্রতিনিধি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এ কারণে তাকে সংসদ সদস্য পদ ছাড়তে হলো।
ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। ৩১ ডিসেম্বর দুই সিটির নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।