
নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাট রেজিস্ট্রেশন ও পরিশোধের আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
আজ সকালে এনবিআরের সামনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্বোধনকালে তিনি এসব বলেন।
এরপর ভ্যাট দিবসের বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি এনবিআরের সামনে থেকে রাজমণি সিনেমা হলের সামনে হয়ে মৎস্য ভবন গিয়ে শেষ হয়। এতে সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, মেহেরীন, অভিনেতা মোশাররফ করিম, ফজলুর রহমান বাবুসহ শোবিজ অঙ্গনের অনেক শিল্পী উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের জিডিপির গ্রোথ ভালো। এটা ধরে রাখতে হবে। জিডিপি গ্রোথের সঙ্গে রাজস্বর গ্রোথ না হলে আমাদের প্রকল্পগুলো নিজস্ব অর্থায়নে চালানো কষ্টসাধ্য হবে। দেশের স্বার্থই সবার আগে দেখতে হবে।
তিনি বলেন, অক্টোবর মাস পর্যন্ত ভ্যাটের প্রবৃদ্ধি ৯ শতাংশ। আমাদের এর চেয়ে বেশি প্রবৃদ্ধি হওয়া প্রয়োজন ছিল। নানা কারণে আমাদের প্রথম দিকে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হয়নি। আমরা মনে করি, শিগগিরই এর উন্নতি হবে। কারণ আমাদের রাজস্ব আহরণের ক্ষেত্রে বেশ কয়েক বছর ধরে শীর্ষে ভ্যাট। গত বছর ভ্যাট ছিল মোট রাজস্বের ৩৯ শতাংশ। নতুন ভ্যাট আইন যেহেতু বাস্তবায়ন হচ্ছে সেজন্য এর অবদান আরো বৃদ্ধি পাওয়া উচিৎ। ভ্যাট পরিশোধ করা আমাদের নৈতিক দায়িত্ব।
ভ্যাট দেয়ার বিষয়ে জনসাধারণকে অধিক সচেতন করতেই প্রতিবছর উদযাপিত হচ্ছে জাতীয় ভ্যাট বা মূসক দিবস। এবারের ভ্যাট দিবসের স্লোগান ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন।’ ১০ ডিসেম্বর চতুর্থবারের মতো ভ্যাট দিবস উদযাপিত হচ্ছে। এর আগে প্রতি বছর ১০ জুলাই জাতীয় ভ্যাট দিবস উদযাপিত হতো।