
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী ককটেল বিস্ফোরণের তথ্য স্বীকার করে বলেন, ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। তবে কে বা কারা করেছে, জানতে পারিনি। খোঁজ নেয়া হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, আপনার কাছেই ককটেল বিস্ফোরণের কথা শুনলাম। খোঁজ নিচ্ছি।