ভারতের এনআরসির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চলা এক সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার বেলা বিকেল ৪টার দিকে সমাবেশে এঘটনা ঘটে। এ ঘটনায় হয়েছেন ভিপি নুরসহ আরও অনেকে।
আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক জরুরি বিভাগে চিকিৎসাধীন ভিপি নুরুল হক নুর, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম, নাহিদ, আব্দুল কাদের, আকরাম হোসেন, মেহেদী হাসান, রিফাত উল্লাহ। হাতে গুরুতর আঘাত পেয়েছেন নুরুল হক নুর।প্রত্যক্ষদর্শীরা জানান, ভিপি নুর তার বক্তব্যে মুক্তিযুদ্ধ মঞ্চকে ভারতের দালাল বলে অভিহিত করেন। তখন সেখানে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত হয়ে তার ওপর হামলা চালায়। এতে সমাবেশে উপস্থিতরা ভিপি নুরকে রক্ষার চেষ্টা করেন। এর আগে ভারতের বিতর্কিত ও সাম্প্রদায়িক বিভেদের সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয়দের প্রতি সংহতি জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।