
বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সকাল সাড়ে ৭টার দিকে সীমান্ত দিয়ে ভারত থেকে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার সস্তার বাজার থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল টিম কাজ করছে। এরই ধারাবাহিকতায় ব্যাটেলিয়ান সদরের বিশেষ টহল টিম উপজেলার সস্তার বাজার থেকে অনুপ্রবেশকারীদের আটক করে। এদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী এবং দুই জন শিশু রয়েছে। আটকদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনের মামলা দায়েরের পর মহেশপুর থানায় সোপর্দ করা হবে।