
নারীঘটিত এক ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে আটক করা হয়েছে। তাকে কলাবাগান থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আজ বুধবার সন্ধ্যার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতাল এলাকা থেকে থানায় নেয়া হয়। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
ওই কর্মকর্তা জানান, পরকীয়ার ঘটনায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে আটক করা হয়েছে। তবে তিনি কোনো রাজনৈতিক নেতা কিনা তা আমাদের জানা নেই।
এদিকে, কায়সার কামাল নামের কোনো আইনজীবীকে এখনো গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র।