গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার নাকাইহাটস্থ মাহমুদ ইলেকট্রনিকস এন্ড ওয়ালটন শোরুমের ছাদ কেটে
গত ১৪ জুলাই ২০১৯ খ্রিঃ রাতে দুই চোর একজন লেবু সাগর (২২) পিতা নয়ামিয়া ঘুটু সাং-কুমারগাড়ী থানা- গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা ভিতরে প্রবেশ পূর্বক ওয়ালটন ব্রান্ডের ৯টি স্মাটফোন চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে শোরুমের মালিক মিঃ মাহমুদ বাদী হয়ে থানায় অভিযোগ করলে প্রযুক্তিগত সহায়তা নিয়ে অদ্য ২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ থানার এসআই আশুতোষ ও শাহিনুর নাকাইহাট এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত আসামি লেবু কে আটক পূর্বক তার নিকট হতে ৩ টি এবং তার বিক্রি করা আরো ৩টি সহ মোট ৬টি মোবাইল উদ্ধার করে। বাকি ৩টি মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, আসামি লেবু গত ১ ডিসেম্বরে রাতে আবারও ঐ শোরুমের ছাদ কেটে চুরির চেষ্টা করেছিল।ঐ সময় তার মুখ কাপড়ে ঢাকা থাকায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্ত করা যাচ্ছিলনা।অবশেষে সে চোরাই মোবাইল সহ ধরা পড়লো। তার সহযোগী ওপর পলাতক আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ,কে,এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।