গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানাজায়, ৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ একটি টিম নাকাইহাট এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা সহ মাফুজার (৩৬) ও বেলাল হোসেন (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মাহফুজার রহমান পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের মৃত তজমল আলীর ছেলে ও বেলাল হোসেন একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি কেএম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬০ হাজার টাকা। তিনি আরো জানান, আসামি মাহফুজার এর বিরুদ্ধে চুরি ও মাদকের ৪টি ও আসামি বেলালের বিরুদ্ধে মাদকের ২টি মামলা আদালতে বিচারাধীন আছে। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।