গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া আদিবাসী পল্লীতে গত ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে পল্লী বিদ্যুতের শুভ উদ্বোধণ করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম আলহাজ্ব উদ্দিন শেখ, সাংসদের সমন্বয়ক কৃষিবিদ আব্দুল্লাহ আলহাসান চৌধুরী লিটন, উপজেলা আওয়ামী বাস্তহারা লীগের সভাপতি সোহরাব হোসেন, গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ এলিন, আওয়ামী যুবলীগ গুমানীগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক ইউ’পি সদস্য আজমল হোসেন, যুবলীগ নেতা আমিরুল ইসলাম, নান্নু মিয়া, স্থানীয় আদিবাসী সারা মুরমু, মরিয়ম মুরমু প্রমূখ। এতে সভাপতিত্ব করেন গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউ’পি সদস্য রফিকুল ইসলাম।