
গাইবান্ধায় “সেফ ড্রাইফ -সেফ লাইফ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক আইন কার্যকরের লক্ষে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে। চলমান কার্যক্রমের অংশ হিসেবে ১১ ডিসেম্বর বুধবার জেলা সদরের বিভিন্ন সড়কে জনসচেতনা মুলক কার্যক্রমে অংশ গ্রহন করেন গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
এসময় জেলা ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) নুর হোসেন, ডিবি ওসি মোস্তাফিজার রহমান, সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার, টিআই মোশাররফ হোসেন ছাড়াও গাইবান্ধা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পড়ে হেলমেড পরিহিত অবস্থায় একটি মোটরসাইকেল শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। শেষে পুলিশ সুপার চালক ও যাত্রীদের উদ্দেশ্যে জনসচেতনতা মুলক বক্তব্য প্রদান করেন।