
বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ঢাকাগামী আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেস। আজ ২৯ ডিসেম্বর রবিবার সকালে গাইবান্ধার কুপতলা স্টেশন এলাকায় পৌঁছামাত্র লালমনির বগি থেকে ইঞ্জিন ছুটে যায়। এ সময় ঝাকুনি দিয়ে বগি রেখে চলে যায় ট্রেনটি। এতে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। এ সময় ট্রেনের ভেতরের যাত্রীরা জানালা দিয়ে দেখতে পান বগি থামলেও ছুটে চলছে ইঞ্জিন। ট্রেনের ষোলটি বগি রেখে চারটি বগি নিয়ে গাইবান্ধা স্টেশনে পৌছায় ট্রেনটি। বগিগুলো খুলে যাওয়ার পর ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে যাত্রীদের সান্ত্বনা দেন। যাত্রীসহ বগিগুলো দীর্ঘসময় কুপতলায় আটকে থাকায় নারী, শিশু, বৃদ্ধসহ যাত্রীরা চরম ভোগান্তি ও গন্তব্যে পৌছানোর অনিশ্চয়তায় পড়েন।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, মাঠে কাজ করার সময় হঠাৎ দেখি দুপুর ১২টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটির বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে গিয়ে দ্রুতবেগে চলতে থাকে। আর বগিগুলো কিছুদূর গিয়ে থেমে যায়। এ সময় কিছু যাত্রী চিৎকার করতে থাকেন। বগিগুলো ট্রেনের হুক ভেঙ্গে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে কুপতলায় দাঁড়িয়ে থাকলেও চারটি বগিসহ চালক গাইবান্ধা স্টেশনে পৌঁছে যায়।
গাইবান্ধা রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার ধীরেন্দ্র নাথ জানান, ধারণা করা হচ্ছে ইঞ্জিনটির হুকজনিত সমস্যার কারণে বগিগুলো খুলে যেতে পারে। ট্রেনের ২০টি বগির মধ্যে ৪টি বগিসহ ইঞ্জিন গাইবান্ধা স্টেশনে পৌঁছে। ঘটনা জানতে পেরে পুনরায় ইঞ্জিন এবং বগির সংযোগ স্থাপন করা হয়েছে। প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিট বিলম্বে লালমনি এক্সপ্রেস আবার ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়েছে।