
গাইবান্ধায় ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে নাহিদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার(৩০) রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-বালাসীঘাট রাস্তার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ একই উপজেলার উত্তর ধানঘড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী নাহিদ গাইবান্ধা শহরে আসছিল। পূর্বপাড়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্র্যাক্টের সঙ্গে সংঘর্ষ হয়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহারিয়ার জানান, রাতে খবর পায়, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে নাহিদ নামে এক যুবক গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। তবে ঘাতক ট্রাক্টরটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।