
দুর্নীতি মামলায় সাজাভুক্ত বন্দি তিনবারের সাবেক বেগম খালেদা জিয়া নিঃশ্বর্ত মুক্তির দাবিতে গাইবান্ধা জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ৭ ডিসেম্বর শনিবার দুপুরে বিএনপির জেলার নিজস্ব কার্যালয়ের সামনে গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামন সেলিম, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজ্ঞিল মোর্শেদ বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান মিজান, সদর বিএনপির আহবায়ক ওমর ফারুক সেলু, জেলা স্বেচ্ছা সেবকদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন,জেলা য্দুলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, যুবদলের সহ-সভাপতি মোশফেকুর রহমান রিপন, শোমিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইউছুব আলী দুখু।এর আগে দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। পরে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।