
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ভালো আছেন এবং রাজার হালে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার তার প্রতি কোনো প্রতিহিংসা দেখাচ্ছে না জানিয়ে তিনি বলেছেন, খালেদা জিয়ার এই অসুস্থতা আগে থেকেই। বিভিন্ন সময় তাকে হুইল চেয়ারে চলাচল করতে দেখা গেছে।
বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রায় তিন বছর পর এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তার ব্যাপারে বলেন, ‘খালেদা জিয়া যে জেলে আছে, সেতো ভালো, রাজার হালেই আছে। জেলখানা থেকে এখন হাসপাতালে। তার জন্য আবার মেইড সার্ভেন্ট দেয়া হয়েছে। মানুষ এমনিতে কাজের বুয়া পায় না। আর খালেদা জিয়ার জন্য স্বেচ্ছায় একজন কারাবরণ করছে, তার সেবা করার জন্য। এতটুকু সুবিধা তাকে দেয়া হয়েছে।’
বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমাদের ভেতরে কোনো প্রতিহিংসাপরায়ণতা নেই। কিন্তু পৃথিবীর কোন দেশে এই দৃষ্টান্ত দেখাতে পারবে জেলে সাজাপ্রাপ্ত আসামির সেবার জন্য কোনো কাজের বুয়া যায়। সেটাও কিন্তু সে পাচ্ছে। তার অসুস্থতা, সেটাতো পুরানো। ৯১ সালে সরকারে এসে তার নিরিপলেস করা হয়েছিল। পরবর্তী সময়ে সৌদি আরবে অপারেশন করা হয়।’
‘বিদেশে যাওয়ার পরে সে যখন শপিং করে তখন হুইল চেয়ারে শপিং করতো, ফালু ঠেলতো আর সে গিয়ে শপিং করতো। সে যখন হজ করে সেখানেও ফালু হুইল চেয়ার ঠেলে সে হজ করে। হুইলে চেয়ারে বসা সেটা নতুন কিছু হয়। এটাতো বহু যুগ ধরে দেখে আসছি।’
খালেদাকে সন্ত্রাসের গডমাদার আখ্যায়িত করে তিনি বলেন, ‘আমাদের একটা কথা সবাইকে মনে রাখতে হবে। সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের অব্যাহত রেখেছি। এই সন্ত্রাসের গডমাদারই হচ্ছে খালেদা জিয়া। সে এই বাংলা ভাই সৃষ্টি থেকে শুরু করে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরে ফেলা, এর চেয়ে বড় সন্ত্রাসী কাজতো হয় না। জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা এর চেয়ে বড় সন্ত্রাসী কাজ আর কী হতে পারে? ঠান্ডা মাথায় হরতাল অবরোধ ডেকে, যে অবরোধ এখন তিনি তুলেননি।’
আগামীকাল বৃহস্পতিবার খালেদা জিয়া জামিন পাবেন কি না এ ব্যাপারে উচ্চ আদালত সিদ্ধান্ত জানাবে।