
গাইবান্ধা জেলার গোয়েন্দা শাখা একটি চৌকশ টিম গতকাল ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯ ঘটিকার সময় সাব ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল করিম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গাইবান্ধা সদর থানাধীন ৫ নং বল্লমঝাড় ইউপির ৫ নং ওয়ার্ডের নারায়নপুর গ্রামের মন্দিরের মরে জনৈক শ্রী খগেন্দ্রনাথ এর চায়ের দোকানের সামনে ও খানকা শরিফ হইতে বল্লমঝাড় ইউপি যাওয়ার পাকা রাস্তার পাশে ১। বেলাল উদ্দিন (৪২), পিতা- মৃত হেলাল উদ্দিন, সাং নারায়নপুর, ২। হাসান আলি (২১), পিতা এজাজ আলী, সাং সরকারপাড়া, থানা ও জেলা- গাইবান্ধাদ্বয়কে ১০৫ পিস ইয়াবাসহ আটক করে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মোস্তাফিজুর রহমান জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানা মামলা নং- ২৩ তারিখ ১৩ /১২/১৯, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিল ১০(ক)/৪১ দায়ের করা হয়।