
ঢাকার আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের প্রার্থী ঘোষনা করেছে আওয়ামী লীগ। ঢাকার উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিনে ফজলে নুর তাপস।
আজ রবিবার প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সিটি করপোরেশনের ভোট হবে আগামী ৩০শে জানুয়ারি। গত কয়দিনে এ দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগ টিকিটে মেয়র পদে কারা লড়ছেন সব মহলেরই তা ছিলো আলোচনার কেন্দ্রবিন্দু।
শনিবার সন্ধ্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এর কিছু সময় পরেই ছড়িয়ে পড়ে ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের টিকিট পেয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস। আর উত্তরে থাকছেন বর্তমান মেয়র আতিকুল ইসলামই।
তবে, মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক জানান, রবিবার সকাল ১১টায় জানা যাবে কারা মনোনয়ন পেলেন আওয়ামী লীগের।