
কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়ার প্রতিবাদে আগামীকাল রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
বিক্ষোভে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণ করার জন্য এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। দেশব্যাপী বিক্ষোভে জেলা ও মহানগরী এবং ঢাকায় থানায় থানায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
গত বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি কর্মসূচি পালন করবে।
এর আগে আজ (শনিবার) বিকালে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য অনুমতি ছিল। আকস্মিকভাবে বেলা ২টার সময় অনুমতি বাতিলের কথা জানানো হয়েছে। পরিবারের স্বজনরা যখন সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাস্তার মধ্যেই জানতে পেরেছেন যে, আজকের অনুমতি বাতিল করা হয়েছে। বলা হয়েছে- উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশেই সাক্ষাত দেয়া হয়নি।
সর্বশেষ গত ১৩ নভেম্বর বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাত করেন।